top of page

বিদ্যালয় প্রতিষ্ঠা ও গৌরবজনক অতীত:

১৮৫৬ সালে বাদলা গ্রাম নিবাসী শিক্ষানুরাগী প্রয়াত শ্রদ্ধেয় বীরেশ্বর হালদার বাদলা  এ . ভি .  স্কুল (A.V. SCHOOL) স্থাপন করেন  I মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই বিদ্যালয় স্থাপিত হয় I  চা গ্রাম নিবাসী মোহন বাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার ও সভাপতি শ্রদ্ধেয় উমাপতি কুমার ও প্রাক্তন বিদ্যালয় সম্পাদক শ্রদ্ধেয় রমাপতি কুমার স্থানীয় মানুষের সাহায্য নিয়ে বিদ্যালয়ের উন্নতিকে ত্বরান্বিত করেন I ১৯৭৬ সালে সরকারি অনুদান , শিক্ষক,  শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী মানুষদের সাহায্যে বিদ্যালয়ের ১২ টি ঘর নিয়ে , নতুন ভবন তৈরী হয় এবং ১৯৭৭ সালে বিদ্যালয় দ্বাদশ শ্রেণীতে উন্নীত  হয় I  জনশ্রুতি আছে যে, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই বিদ্যালয়ে পদার্পন করেছিলেন, স্মরণীয় দাতাদের মধ্যে ছিলেন শ্রদ্ধেয় স্যার আশুতোষ মুখার্জী মহাশয় I  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গেজেটে (১৮৭৮ ,১৮৭৯, ১৮৯৫ সালে) এই বিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায় I এই বিদ্যালয় কালনা মহকুমার সবচেয়ে প্রাচীন বিদ্যালয় হিসাবে স্বীকৃত I

বিদ্যালয়ের সীমানা:

মৌজা বাদলা জে. এল . নম্বর -১৪৮, স্কুলের সামগ্রিক সীমানা ১২৯৫৬৪ বর্গফুট , বিদ্যালয় ভবন এলাকা ১০১৪১ বর্গফুট, বিদ্যালয়ের খেলার মাঠ সহ ফাঁকা জায়গা  - ১১৯৪২৩ বর্গফুট

বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয়

  1. কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৮৭৮-৭৯ সালের গেজেট অনুসারে স্কুলের নামকরণ করা হয়েছিল বাদলা এ . ভি . স্কুল (A.V. SCHOOL) , পরবর্তীতে  ১৮৯৫ সালের গেজেটে বাদলা  এইচ. ই. স্কুল (H.E. SCHOOL) নামকরণ হয় বর্তমানে এই বিদ্যালয় বাদলা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত I

  2. সরকারি অনুদান প্রাপ্তি ১৯৫৮-৫৯ খ্রিস্টাব্দে I

  3. একাদশ শ্রেণীতে উন্নীত ১৯৬৫ খ্রিস্টাব্দে I

  4. দ্বাদশ শ্রেণীতে উন্নীত (XI-XII Standard Science, Arts, Commerce) ১৯৭৭ খ্রিস্টাব্দে I

  5. বিদ্যালয়ের নতুন ভবন ১৯৭৬ খ্রিস্টাব্দে I

  6. বিদ্যালয়ের ত্রিতল  ভবন ১৯৯৬  খ্রিস্টাব্দে I

  7. বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ  ১৯৮১  খ্রিস্টাব্দে I

  8. বিদ্যালয়ের ডাক অফিস  ১৯৭৯ খ্রিস্টাব্দে I

  9. বিদ্যালয়ের প্রথম পাঠাগার স্হাপন ১৯৮০  খ্রিস্টাব্দে I

  10. বিদ্যালয়ের অফিসে টেলিফোন সংযোগ ১৯৯৫  খ্রিস্টাব্দে I

  11. বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষা চালু ২০০৩ খ্রিস্টাব্দে I

Contact
Gradient

 © 2022 All Rights Reserved Badla High School, Badla, Kalna-II, Purba Barddhaman, W.B-713122.

bottom of page